ক’দিন আগেও ক্ষমতা হারাতে বসেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সে ধাক্কা কোনও রকমে পার করে ফের বিপাকে পড়লো তার সরকার। জানা গেছে, সংযুক্ত আরব আমিরাত ১ বিলিয়ন তথা ১০০ কোটি মার্কিন ডলারের ঋণের বোঝা শোধ করার 'ডেডলাইন' দিয়েছে।
বিষয়টি নিয়ে আতঙ্ক ছড়িয়েছে পাকিস্তান সরকারের অন্দরে। যদিও বিষয়টি নিয়ে এর আগেও আরব আমিরাতের যুবরাজ মুহাম্মদ বিন জায়েদের মন গলানোর চষ্টো করেছে পাকিস্তান। জানা গেছে, ওই বিপুল পরিমাণ অঙ্কের অর্থ ফেরত দিতে হলে তা দেশের অর্থনীতিতে ভয়ানক প্রভাব ফেলবে। কিন্তু যাবতীয় অনুরোধের পরেও গলেনি বরফ।
উল্লেখ্য, পাকিস্তানের অর্থনীতি ইতিমধ্যেই গভীর সংকটে। ২০১৯ অর্থবর্ষে যেখানে জিডিপি বৃদ্ধির হার ছিল ১.৯ শতাংশ, সেখানে ২০২০ অর্থবর্ষে তা আরও কমে চলে গেছে ঋণাত্মক অবস্থানে। সূত্র : সংবাদ প্রতিদিন।
বিডি-প্রতিদিন/শফিক