মার্কিন ধনকুবের ডোনাল্ড ট্রাম্পকে বিয়ে করার আগেই মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন মেলানিয়া। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক এ ফার্স্ট লেডির একটি ছবি ভাইরাল হয়েছে।
মডেলিংয়ের সময় তোলা নগ্ন সেই ছবিটি শেয়ার করেছেন যুক্তরাষ্ট্রে সঙ্গীত তারকা কার্ডি বি। ৬৩তম গ্র্যামির আসরে সম্প্রতি রেকর্ড সৃষ্টিকরা '“WAP” এর সঙ্গে পারফর্ম করেন কার্ডি বি ও মেগান দি স্ট্যালিয়ন। কিন্তু তাদের সেই পারফর্মেন্স অতিরিক্ত যৌনতা, নগ্নতা প্রদর্শনের জন্য সমালোচিত হয়েছে। যারা কার্ডি বির বেশি সমালোচনা করেছেন তাদের একজন হলেন
রক্ষণশীল মার্কিন লেখক ক্যানডেস ওন্স (Candace Owens)
টুইটারে সেসব সমালোচনার জবাব দিয়েছেন কার্ডি বি। সেই জবাবের অংশ হিসেবে মেলানিয়ার ছবিটিও টুইটারে পোস্ট করছেন তিনি। কার্ডি বির দাবি, মেলানিয়ার এই নগ্নতার সমালোচনা করেননি ক্যানডেস ওন্স।
সূত্র: ইয়াহু
বিডি প্রতিদিন/ফারজানা