মিয়ানমারে ইয়ুকি কিতাজুমি (৪৫) নামে জাপানের এক সাংবাদিককে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
গত রবিবার রাতে ইয়াঙ্গুনে নিজ বাড়ির সামনে থেকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় টোকিও-ভিত্তিক নিক্কেই বিজনেস ডেইলির সাবেক এই প্রতিবেদককে।
এর আগে, গত ২৬ ফেব্রুয়ারি জাপানি ওই ফ্রিল্যান্সার সাংবাদিককে আটক করা হয়েছিল। পরে জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেয়া হয়েছিল।
গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মধ্য দিয়ে মিয়ানমারের রাষ্ট্রক্ষমতা দখলে নেয় দেশটির সেনাবাহিনী। এরপরই জান্তাবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠে মিয়ানমার। বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর গুলিতে এ পর্যন্ত ৭ শতাধিক মানুষ নিহত হয়েছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন