পাকিস্তানের পেশোয়ারের এক শিখ যুবককে অপহরণের অভিযোগে শনিবার (২৪ এপ্রিল) প্রাদেশিক সরকারের কাছে তাকে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন শিখ সম্প্রদায়। বিক্ষোভকারীরা জানান, 'এক মাস আগে গুলবার্গ এলাকা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন অউইনাশ সিং।'
এছাড়াও শিখদের প্রতিনিধি সর্দার পারবিন্দর সিং বলেন, 'নিখোঁজ যুবক সুশিক্ষিত এবং কারও সঙ্গে তার পরিবারের কোনও শত্রুতা নেই। আমরা অউইনাশ সিংয়ের অবস্থান সম্পর্কে সূত্র পাওয়ার চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভ হয়নি।আমাদের জনগণ বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন ব্যবসা করছে এবং তাদের কোনো শত্রু না থাকলেও তারা অজ্ঞাত ব্যক্তিদের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।'
তিনি আরও উল্লেখ করেন, অতীতে দেশের বিভিন্ন স্থানে শিখ সম্প্রদায়ের বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছিল, কিন্তু হত্যাকারীদের এখনও গ্রেপ্তার করা হয়নি।
পেশোয়ার প্রেস ক্লাবের বাইরে নারী ও শিশুসহ বিক্ষোভকারীরা জড়ো হয়েছিলেন। তারা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে এই মামলার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
বিডি প্রতিদিন / অন্তরা কবির