বিয়ের কিছু দিন আগে থেকেই শরীরে করোনাভাইরাসের সংক্রমণের লক্ষণ দেখা দিয়েছিলো, তবু তা উপেক্ষা করে বিয়ে করেন অর্জুন নামের এক যুবক। পরে বিয়ের তিনদিন পরই তার মৃত্যু হয়, এছাড়া ওই বিয়েতে উপস্থিত ছিলেন এমন অনেকেই সংক্রমিত হয়।
সম্প্রতি এমন খবর ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ফেসবুকের পাতায় ঘুরছে এই ঘটনা। যদিও খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনাটি গত বছরের জুনে ভারতের বিহারে ঘটে।
সে সময় ওই বিয়ের অনুষ্ঠান হয় ২০২০ সালের ১৫ জুন এবং তার তিনদিন করোনায় মারা যায় বর অর্জুন। প্রথমে পরিবারের লোকজন মনে করেছিলেন সাধারণ জ্বর। পরে বরের মৃত্যুর পর ওই বিয়েতে অংশগ্রহণকারীদের টেস্ট করা হলে অনেকের করোনা শনাক্ত হয়।
সূত্র : ডেইলি হ্যান্ট ও এনডিটিভি।
বিডি-প্রতিদিন/শফিক