পাকিস্তানের কোয়েটা শহরে সেরেনা নামের একটি বিলাসবহুল হোটেলে আত্মঘাতী বোমা হামলাকারীকে আফগান নাগরিক বলে শনাক্ত করেছে দেশটির গোয়েন্দা সংস্থা।
দ্য নিউজ ইন্টারন্যাশনালের খবর অনুযায়ী, পাক এজেন্সিগুলোর মধ্যে একটি জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি আফগানিস্তানের কান্দাহার প্রদেশ থেকে বোমা হামলার জন্য পাকিস্তানে এসেছিল।
প্রতিবেদনে বলা হয়েছে, বেলুচিস্তান ও পাঞ্জাবে আরো আত্মঘাতী হামলার আশঙ্কা করা হচ্ছে। কারণ তারা বিশ্বাস করেন, আফগানিস্তান থেকে আরও দুই আত্মঘাতী বোমা হামলাকারী প্রবেশ করেছে।
গত সপ্তাহে কোয়েটার হোটেলে হামলার সময় সেখানে চীনা রাষ্ট্রদূত অবস্থান করছিলেন। হামলায় কমপক্ষে ৪ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। বিবিসির খবরে বলা হয়, সংবাদদাতারা বলছেন, পাকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত হোটেলটির গাড়ি পার্কিংয়ে জায়গায় এই হামলার লক্ষ্যবস্তু ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।
এদিকে, ঘটনার পর পাকিস্তানি তালেবানরা হামলার দায় স্বীকার করলেও বিস্তারিত কিছু বলেনি। সাম্প্রতিক মাসগুলোতে এই গোষ্ঠী এবং অন্যান্য জঙ্গি সংগঠন আফগানিস্তানের সীমান্তবর্তী উপজাতীয় অঞ্চলে হামলা চালিয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার