আমেরিকা ও তার মিত্রদের সম্পূর্ণ নতুন ধরনের সামরিক সংঘাতের জন্য প্রস্তুতি নিতে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তিনি আফগানিস্তানে গত দুই দশকের যুদ্ধের কথা উল্লেখ করে আরও বলেছেন, বিগত যুদ্ধগুলোর তুলনায় পরবর্তী যুদ্ধগুলো হবে সম্পূর্ণ ভিন্নতর।
শনিবার আমেরিকার ইন্দো-প্যাসিফিক কমান্ডের প্রধানের পরিবর্তন উপলক্ষে এক বক্তব্যে তিনি এই সতর্কবাণী উচ্চারণ করেন।
প্রযুক্তি দ্রুতগতিতে পরিবর্তিত হয়ে যাচ্ছে উল্লেখ করে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, সামনের দিকের সংঘাত শুধু জল, স্থল ও আকাশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং তার মহাকাশ ও সাইবার জগতেও ছড়িয়ে পড়বে। কাজেই আমেরিকাকে এই পাঁচ ধরনের যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিতে হবে।
বাইডেন সরকারের এই প্রতিরক্ষামন্ত্রী বলেন, এর অর্থ হচ্ছে আমাদেরকে ভবিষ্যৎ যুদ্ধগুলোর জন্য নয়া সক্ষমতা অর্জন করতে হবে। তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী তার বক্তব্যে কোনো নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করেননি। সূত্র: পার্সটুডে
বিডি প্রতিদিন/আবু জাফর