ইয়েমেনের পশ্চিম-মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশে সংঘর্ষের ঘটনায় সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের দায়েশ কমান্ডার নিহত হয়েছেন।
নিহত কমান্ডারের নাম সালেহ দিরহাম রামাদি। তিনি ১২৯ ব্রিগেডের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
ইয়েমেনের নিউজ ওয়েবসাইট জানিয়েছে, মারিব প্রদেশের সংঘর্ষে দায়েশের উপ-কমান্ডার সাইফ সানানিও নিহত হয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালে ইয়েমেনে সৌদি জোট বর্বর আগ্রাসন শুরু করলে দায়েশ সন্ত্রাসীরা শুরু থেকে তাদের সহযোগিতা করে আসছে। আল-কায়েদার অন্যতম সহযোগী সংগঠন হলো দায়েশ এবং এসব সন্ত্রাসী মারিব প্রদেশে তাদের একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছে। সূত্র: পার্সটুডে।
বিডি প্রতিদিন/আবু জাফর