৫ মে, ২০২১ ২২:৫৬

পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারাল নেপালের ওলি সরকার

অনলাইন ডেস্ক

পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারাল নেপালের ওলি সরকার

ফাইল ছবি

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকার প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন। পুষ্পকমল দহলের নেতৃত্বাধীন সিপিএনের (মাওবাদী কেন্দ্র) সমর্থন প্রত্যাহারের পর এমন খবর সামনে এলো।

জানা গেছে, নেপাল সংসদ সচিবালয়ে একটি চিঠি পাঠিয়ে এই সিদ্ধান্ত কার্যকর করতে বলেছে সিপিএন। মাওবাদী কেন্দ্রের চিফ হুইপ দেব গৌরাঙ্গ বলেন, ওলি সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার দল।

এতে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ওলি সরকার। হাউসে মাওবাদী কেন্দ্রের ৪৯টি আসন রয়েছে। ২৭৫ আসনের পার্লামেন্টে সরকারকে রক্ষায় প্রধানমন্ত্রীর ওলির এখন ১৫ আইনপ্রণেতা দরকার। সূত্র : ডেইলি সিয়ায়ত।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর