৬ মে, ২০২১ ০৮:৫১

কায়রোতে দুই দিনের গুরুত্বপূর্ণ বৈঠকে তুরস্ক-মিসর

অনলাইন ডেস্ক

কায়রোতে দুই দিনের গুরুত্বপূর্ণ বৈঠকে তুরস্ক-মিসর

নিজেদের মধ্যে সম্পর্কের উন্নয়নের তাগিদে মিসরের রাজধানী কায়রোতে দুই দিনের আলোচনায় বসছে তুরস্ক ও মিসর। বুধ ও বৃহস্পতিবার (৬ মে) এ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি।

দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয়াদি নিয়ে কথা হবে বলে এক বিবৃতিতে আভাস দেওয়া হয়েছে। বৈরী সম্পর্ক স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পথও তৈরি করে দেবে এই আলোচনা। মুসলিম ব্রাদারহুড, লিবিয়া যুদ্ধ ও পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে নৌ-সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে বলে জানিয়েছে বিভ্ন্নি আন্তর্জাতিক সংবাদমাধ্যম। 

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর