১২ মে, ২০২১ ১৭:০৪

সংঘাতের আশঙ্কা উসকে ফের তাইওয়ানের আকাশে চীনা যুদ্ধবিমান

অনলাইন ডেস্ক

সংঘাতের আশঙ্কা উসকে ফের তাইওয়ানের আকাশে চীনা যুদ্ধবিমান

প্রতীকী ছবি

ফের তাইওয়ান আকাশসীমায় অনুপ্রবেশ করল চীনের যুদ্ধবিমান। জানা গেছে, মঙ্গলবার তাইওয়ানের আকাশে ঢুকে পড়ে ‘পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স’ অর্থাৎ চীনা বিমানবাহিনীর শানসি ওয়াই-৮’ নামের একটি যুদ্ধবিমান। খবর সংবাদ প্রতিদিনের।

তাইওয়ানের প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, চীনা বিমানের গতিবিধি রাডারে ধরা পড়তেই সমস্ত মিসাইল সিস্টেম সক্রিয় করে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে আকাশে পাড়ি দেয় তাইওয়ানের লড়াকু বিমান। রেডিও বার্তা পাঠিয়ে সতর্ক করা হয় চীনা যুদ্ধবিমানটিকে। 

যদিও তাইওয়ানের এমন অভিযোগ নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি চীনের পক্ষ থেকে। বেইজিং বরাবরই তাইওয়ানকে নিজেদের ভূখন্ড বলে দাবি আসছে। উল্লেখ্য, গতবছর চীনের উপর চাপ বাড়িয়ে তাইওয়ানকে মিসাইল দেওয়ার ঘোষণা দেয় আমেরিকা। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর