১২ মে, ২০২১ ১৮:৩২

ইসরায়েলে রকেট হামলায় ভিডিও কলে থাকা অবস্থায় ভারতীয় নারী নিহত

অনলাইন ডেস্ক

ইসরায়েলে রকেট হামলায় ভিডিও কলে থাকা অবস্থায় ভারতীয় নারী নিহত

একটি বহুতল ভবনে ইসরায়েলি বিমান হামলার পর তেল আবিবে অন্তত ১৩০টি রকেট নিক্ষেপ করেছে ফিলিস্তিনিরা। হামাসের এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের কয়েকটি নগরী। এতে কয়েকজনের প্রাণহানি হয়েছে। ইসরায়েলে নিহতদের মধ্যে ভারতীয় এক নারী রয়েছেন। নিহতের নাম সৌম্য সন্তোষ (৩০)। তিনি কেরালার ইদুক্কি জেলার বাসিন্দা ইসরায়েলে নার্স হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের পরিবার বলছে, যে সময় রকেট হামলা হয়, তখন স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন সৌম্য সন্তোষ। হঠাৎই, প্রচণ্ড আওয়াজ হয় এবং ভিডিও কল বন্ধ হয়ে যায়। এরপর বারবার ফোন করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি পরিবার। যোগাযোগ করা হয় অ্য়াক্সেলন শহরে বসবাসকারী তাদের পরিচিতদের সঙ্গে। তখনই রকেট হামলার খবর জানতে পারে পরিবার। 

জানা গেছে, গত সাত বছর ধরে ইসরায়েলেই থাকতেন সৌম্য। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন কেরালার বিধায়ক মনি সি কাপ্পান। এদিকে, কেরালার কয়েক হাজার বাসিন্দা ইসরায়েলে কাজ করেন বলে জানা গেছে। বর্তমানে তারা প্রত্যেকেই আতঙ্কের মধ্যে রয়েছেন। সূত্র : জি নিউজ।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর