শান্তি বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে ফিলিস্তিনের গাজায় আজ শুক্রবারও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাপন্থী সশস্ত্র সংগঠন হামাসও রকেট নিক্ষেপ করেছে ইসরায়েলে। লেবানন থেকেও ইসরায়েলে রকেট ছোড়া হয়েছে বলে জানা গেছে। এদিকে হামলা থেকে বাঁচতে গাজার উত্তরাঞ্চলীয় এলাকায় জাতিসংঘ পরিচালিত স্কুলে আশ্রয় নিয়েছে ফিলিস্তিনিরা।
ইসরায়েলের বোমা হামলায় আজ শুক্রবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১১৯ এ দাঁড়িয়েছে। এর মধ্যে ৩১টি শিশুও রয়েছে। গত সোমবার থেকে গাজায় বোমা হামলা শুরু করে ইসরায়েল। এ হামলায় কমপক্ষে ৮৩০ জনের বেশি মানুষ আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ফিলিস্তিনিদের ঈদ উদযাপনের সময়ও বোমা হামলা চালিয়েছিল ইসরায়েল।
ইসরায়েল শেখ জাররাহ শিবির থেকে ফিলিস্তিনি পরিবারগুলোকে উচ্ছেদ করে নতুন ইহুদি বসতির স্থাপনের সিদ্ধান্ত নেওয়ার অশান্ত হয়ে পড়েছে মধ্যপ্রাচ্য। রমজানের শেষ সপ্তাহে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার সংঘর্ষ তীব্র আকার ধারণ করে। পবিত্র আল আকসা মসজিদ অবরুদ্ধ করে রেখেছিল ইসরায়েলি বাহিনী। তারা মসজিদে মুসল্লিদের লক্ষ্য করে টিয়ার গ্যাস, শব্দ বোমা, স্টেন গ্রেনেড নিক্ষেপ করে। আল আকসা মসজিদ ছেড়ে দিতে ইসরায়েলকে সময় বেঁধে দিয়েছিল ফিলিস্তিনের স্বাধীনতাপন্থী সশস্ত্র সংগঠন হামাস। সময় পার হওয়ার পর হামাস রকেট হামলা চালায়। তার প্রতিক্রিয়ায় বোমা হামলা শুরু করেছে ইসরায়েল। ফিলিস্তিনের সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত ৬ ইসরায়েলি নিহত হয়েছে।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/ফারজানা