১৪ মে, ২০২১ ১৫:৫৮

এবার ইসরায়েলে লেবানন থেকে একাধিক রকেট হামলা

অনলাইন ডেস্ক

এবার ইসরায়েলে লেবানন থেকে একাধিক রকেট হামলা

প্রতীকী ছবি

ফিলিস্তিনের গাজায় কয়েকদিন ধরে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার পাশাপাশি এবার স্থল আক্রমণ শুরু করেছে ইসরায়েল। কামান থেকে গাজায় গোলাবর্ষণ করছে ইসরায়েল। তবে পাল্টা জবাব দিচ্ছে ফিলিস্তিনও। ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস মুহুর্মুহু রকেট হামলা চালাচ্ছে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায়। এরই মধ্যে ১৮শ'বার রকেট হামলা চালিয়েছে হামাস। এর মধ্যে এবার ইসরায়েলে হামলা চালাল লেবানন। খবর এপির।

ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকেও লেবাননের হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকে কমপক্ষে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রকেটগুলো বৃহস্পতিবার ইসরায়েল সীমান্তের নাকৌড়ার উত্তরে ক্লাইলেহ অঞ্চল থেকে উৎক্ষেপণ করা হয়।

ইসরায়েল দাবি করেছে, লেবানন থেকে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছিল, যা গালীল উপকূলে ভূমধ্যসাগরে পতিত হয়। ইসরাইলের ধারণা, লেবানন ভূখণ্ড থেকে হিজবুল্লাহ এ হামলা চালিয়েছে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর