আফগানিস্তানে তিন দিনের যুদ্ধবিরতির মধ্যেও রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে বৃহস্পতিবার ১১ বেসামরিক নাগরিক নিহত এবং অপর ১৩ জন আহত হয়েছেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশটির সরকার ও তালেবানদের মধ্যে যুদ্ধবিরতির প্রথম দিনেই এ হতাহতের ঘটনা ঘটেছে।
আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ও রয়টার্স জানিয়েছে, দেশটিতে সহিংসতার মাত্রা ব্যাপক বৃদ্ধি পেয়েছে যুক্তরাষ্ট্র ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তানে মোতায়েন করা সব সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর থেকেই। এরইমধ্যে ঈদুল ফিতরকে সামনে রেখে তালেবান তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা দিলে তা মেনে নেয় আফগানিস্তানের সরকার। তবে বৃহস্পতিবার (১৩ মে) সকাল থেকে বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বিস্ফোরণের খবর পাওয়া যায় যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক ঘণ্টা পরপরই।
বিডি প্রতিদিন/এ মজুমদার