গত কয়েকদিন ধরে ইসরায়েলের বিমান হামলায় এ পর্যন্ত ১২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩১ শিশু এবং ২০ জন নারীও রয়েছেন।
ইসরায়েলের হামলার প্রতিবাদে শুক্রবার জর্ডান ও লেবানন সীমান্তে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সীমান্ত পেরিয়ে ইসরায়েলে ঢোকার চেষ্টা করেছেন লেবানন ও জর্ডানের ফিলিস্তিনপন্থী শত শত নাগরিক। তবে ইসরায়েলি সামরিক বাহিনী সীমান্ত এলাকায় সতর্কতামূলক গুলি ছুঁড়ে অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করে দিয়েছে।
এদিন মেতুল্লার কাছে উত্তর ইসরায়েলের একটি সীমানা প্রাচীর টপকে ইসরায়েলে ঢোকার চেষ্টা করেছেন লেবাননের বিক্ষোভকারীরা। অন্যদিকে জর্ডানের বিক্ষোভকারীরা সীমানা প্রাচীর ভেঙে ইসরায়েল ও দখলকৃত পশ্চিম তীরে ঢোকার চেষ্টা করেছেন।
গত সপ্তাহে আল আকসা মসজিদে নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের সেনারা হামলা চালালে ওই এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। হামলার প্রতিবাদে ফিলিস্তিনিরা বিক্ষোভ দেখালে হামলা আরও জোরদার করে ইসরায়েল।
এদিকে, ফিলিস্তিনে হামলার প্রতিবাদে হামাসের পাল্টা দেড় সহস্রাধিক রকেট হামলায় দিশেহারা ইসরায়েল। এ অবস্থায় ফিলিস্তিনের গাজা সীমান্তে বিপুল পরিমাণ সেনা ও ট্যাঙ্ক মোতায়েন করেছে ইসরায়েল। সেখানে স্থল অভিযান চালানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: জেরুজালেম পোস্ট ও রয়টার্স।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন