১৭ মে, ২০২১ ০৯:৪৯

গাজায় রাতভর হামলা ইসরায়েলের

অনলাইন ডেস্ক

গাজায় রাতভর হামলা ইসরায়েলের

ইসরায়েল-ফিলিস্তিনের সংঘাত চরমে। গাজায় স্থানীয় সময় আজ সোমবারও বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের শহরগুলোতে হামাসও রকেট হামলা চালিয়েছে। প্রাথমিকভাবে এসব হামলায় হতাহতের খবর জানা যায়নি। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ফিলিস্তিনের বেশির ভাগ জায়গায় রাতভর বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গাজার রাস্তা, ভবন, হামাসের প্রশিক্ষণ শিবির ও ঘরবাড়িতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, সন্ত্রাসীদের লক্ষ্য করে এসব হামলা হয়েছে। তাদের দাবি, গতকাল রবিবার গভীর রাতে বীরসেবা ও আশকেলন শহরে গাজা থেকে রকেট হামলা চালানো হয়। এরপরই ইসরায়েল হামলা চালিয়েছে।

এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, গতকাল রবিবার ইসরায়েলের বিমান হামলায় ৪২ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ১০টি শিশু।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর