ফিলিস্তিনের ইসলামী জিহাদের সামরিক শাখা আল-কুদস ব্রিগেড ইসরায়েলের আশকেলন শহরে বদর-৩ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই ক্ষেপণাস্ত্রটি আড়াইশ কেজি বোমা বহন করতে পারে।
রবিবার আল-কুদস ব্রিগেড এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। এতে বদর-৩ ক্ষেপণাস্ত্র ইসরায়েল অধিকৃত আশকেলন নগরীর বিভিন্ন অবস্থানে আঘাত হানতে দেখা যায়। খবর-পার্সটুডের।
২০১৯ সালেল ৪ ও ৫ মে বদর-৩ ক্ষেপণাস্ত্র প্রথম ব্যবহার করা হয়। সেসময় আশকেলন নগরীর আকাশে অন্তত চারটি বদর-৩ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
এর আগে রবিবার আল-কুদস ব্রিগেড উন্নতমানের ‘কাসেম’ ক্ষেপণাস্ত্রের ছবি ও ভিডিও প্রকাশ করে।
ভিডিও দেখতে ক্লিক করুন
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন