কাতারের রাজধানী দোহায় হামাস নেতা ইসমাইল হানিয়ার সাথে আমির শেখ তামিম বিন হামিদ আল থানি যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্নির্মাণে সংকল্পবদ্ধ হয়েছেন।
এসময় হামাস নেতা হানিয়া কাতারের আমির আল থানিকে ইসরায়েলি আগ্রাসনে কূটনৈতিক ভূমিকা রাখার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
আল থানি জানান, ফিলিস্তিনের প্রতি ভ্রাতৃত্বের দায়বদ্ধতার জন্যই কাতার ফিলিস্তিনের পাশে রয়েছে।
উল্লেখ্য, চলতি মাসে ১১ দিন ধরে সংঘাত চলার পর ২০ মার্চ রাতে যুদ্ধবিরতির ঘোষণা আসে। গত ১০ মার্চ রাত থেকে অধিকৃত এই উপত্যকায় ফিলিস্তিনিদের স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। হামলায় অন্তত ২৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ৬৫ শিশু রয়েছে। অপরদিকে ইসরায়েলে হামাসের ছোড়া রকেটে ১২ জন নিহত হয়েছেন।
বিডি প্রতিদিন / অন্তরা কবির