ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকার ধ্বংস করার যেকোনও মার্কিন ও ইসরায়েলি ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।
জিহাদ আন্দোলনের মুখপাত্র তারিক সালামি মঙ্গলবার গাজায় বলেছেন, ইসরায়েল যদি বায়তুল মুকাদ্দাস ও আল-আকসা মসজিদের বিরুদ্ধে আবার আগ্রাসন চালায় তাহলে গাজার প্রতিরোধ যোদ্ধারা আবার তার জবাব দেবে।
সালামি বলেন, প্রতিরোধ যোদ্ধারা কুদস ও মসজিদুল আকসা রক্ষায় এগিয়ে এসে প্রমাণ করেছে, আল-আকসা মসজিদ তাদের রেডলাইন এবং এই মসজিদের অবমাননা কিছুতেই সহ্য করা হবে না।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের চলমান ইসরায়েল সফরের প্রতি ইঙ্গিত করে ইসলামি জিহাদের মুখপাত্র বলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে নয়া ষড়যন্ত্র আঁটতে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, গাজার প্রতিরোধ আন্দোলনগুলো এমন কাজ করেছে যে, মার্কিন মন্ত্রী তেল আবিবে ছুটে আসতে বাধ্য হয়েছে। ইহুদিবাদী শত্রু এখন তার সমস্যা আমেরিকায় রফতানি করার চেষ্টায় রত হয়েছে।
আল-আকসা মসজিদের ওপর ইসরায়েলি সেনাদের আগ্রাসনের জবাবে গাজার প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েল অভিমুখে রকেটবর্ষণ শুরু করলে সাম্প্রতিক গাজা যুদ্ধের সূচনা হয়। গত ২১ মে উভয়পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলে ১২ দিনব্যাপী ওই যুদ্ধের অবসান হয়। কিন্তু এরপর ইসরায়েলি সেনারা আবার আল-আকসা মসজিদের মুসল্লিদের ওপর হামলা শুরু করেছে। এর জবাবে ফিলিস্তিনি যোদ্ধারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যারা যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছেন তারা ইসরায়েলকে মসজিদুল আকসার অবমাননা বন্ধ করতে বাধ্য করতে না পারলে প্রতিরোধ যোদ্ধারা আবার প্রতিক্রিয়া দেখাবে।
বিডি প্রতিদিন/কালাম