শারীরিক সম্পর্কে রাজি ছিলেন না স্ত্রী। এমন অভিযোগে স্ত্রীকে গুলি করে হত্যা করেছেন তার স্বামী। ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মুজাফফরনগরের বাসেদি গ্রামে গত মঙ্গলবার (২৫ মে) এ ঘটনা ঘটে। এ ঘটনার পরদিন বুধবার (২৬ মে) ঘাতক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, মুজফফরনগরের বাসেদি গ্রামের ৩৭ বছর বয়সি পাপ্পু কুমার (৩৭) নামের ওই ব্যক্তিকে গত ১৫ দিন ধরে শারীরিক সম্পর্ক প্রত্যাখ্যান করে তার স্ত্রী ডলি (৩৬)। এরপর সে তার স্ত্রীকে গুলি করে হত্যা করে। একই সঙ্গে তিন শিশুসন্তানকে খালের পানিতে ফেলে দেয় বলেও অভিযোগ পাওয়া যায়। নিখোঁজ তিন শিশু হলো সোনিয়া (৫), ভানস (৩) ও ১৫ মাস বয়সী হারশিতা।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, অভিযুক্তের দাবি- তার স্ত্রী গত ১৫দিন ধরে শারীরিক সম্পর্কে রাজি ছিল না। এতে সে ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে হুমকি দেয়, আবার যদি সে আপত্তি করে, তবে তাকে মেরে ফেলবে। গত মঙ্গলবার স্ত্রী যথারীতি তার সঙ্গে শারীরিক সম্পর্কে রাজি না হলে সে তার মাথা লক্ষ্য করে গুলি চালায়। স্ত্রীকে হত্যা করার পর সে চিন্তা করে যে তার বাচ্চাগুলোর কী হবে। তাই তাদেরও মেরে ফেলতে খালের পানিতে ফেলে দেয় সে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসির