আফগানিস্তানের রাজধানী কাবুলে বৃহস্পতিবার একটি মিনিবাসে বোমা বিস্ফোরণে অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
দেশটির পুলিশের মুখপাত্র ফেরদৌস ফারামার্জ জানান, কাবুলের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শিয়া সম্প্রদায়ের একটি পাড়ার কাছে রাস্তায় এই বোমাটি বিস্ফোরিত হয়।
আফগানিস্তানে সম্প্রতি শিয়াদের ওপর বারবার হামলার ঘটনা ঘটছে। তবে বৃহস্পতিবারের হামলার দায় কোনো সংগঠন এখনও স্বীকার করেনি।
গত দুই দিনের মধ্যে এ নিয়ে তৃতীয়বার দেশটিতে বাসে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল। আফগান পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ