ভারতের জলপাইগুড়িতে একটি চা বাগানে আগাছা পরিষ্কারের সময় একটি ঝোঁপ থেকে বেরিয়ে আসে তিনটি চিতাবাঘের ছানা। বৃহস্পতিবার জলপাইগুড়ির ক্রান্তির ধলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, জঙ্গল পরিষ্কারের সময় চিতাবাঘটিকে দেখেই চিৎকার শুরু করেন শ্রমিকরা। সেই চিৎকার শুনেই জঙ্গলের দিকে পালিয়ে যায় চিতাবাঘ। পরে ঝোঁপের পাশে যেতেই দেখতে পান সেখানে চিতাবাঘের তিনটি ছানা রয়েছে।
এর পরই খবর দেওয়া হয় স্থানীয় বন কর্মকর্তাকে। খবর পেয়ে সেখানে ছুটে যান স্থানীয় তারঘেরা রেঞ্জের বনকর্মীরা। তারা গিয়েই ঘিরে ফেলেন ওই এলাকা, সরিয়ে দেন শ্রমিকদের।
এ বিষয়ে এক বনকর্মী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা এখানে পাহারায় আছি। চিতাবাঘের ছানাদের আমরা নিয়ে যাব না। মা চিতাবাঘ এসে কখন ওদের নিয়ে যায়, সেই অপেক্ষা করছি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ