১৬ জুন, ২০২১ ১৬:৩৮

যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেয়া অর্থনৈতিক যুদ্ধের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ইরান

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেয়া অর্থনৈতিক যুদ্ধের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ইরান

ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি

গত সাড়ে তিন বছর ধরে যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেয়া অন্যায় এবং বর্বরোচিত অর্থনৈতিক যুদ্ধের ফলে তার দেশের জনগণ মারাত্বক ক্ষতির মুখে পড়েছে। তবে সাহসী ইরানি জনগণ শত্রুুুদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। খবর পার্সটুডের।

আজ বুধবার মন্ত্রিপরিষদের এক বৈঠকে তিনি এ কথা বলেন। হাসান রুহানি বলেন, গত সাড়ে তিন বছর ধরে ইরানের ওপর যেসব অর্থনৈতিক যুদ্ধ এবং নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়া হয়েছে সেগুলোকে তেহরান সুযোগে পরিণত করেছে বা সেগুলোকে ব্যর্থ করে দিয়েছে। গত সাড়ে তিন বছরে তার দেশ তেলের খাত থেকে অর্জিত কোনো অর্থ বাজেটের জন্য ব্যবহার করতে পারেনি।  

গত বছরের বাজেটে কেবল ১২ লাখ কোটি তুমান যা সমগ্র বাজেটের সাড়ে তিন শতাংশ অর্থ তেল খাত থেকে ব্যবহার করা হয়েছিল উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা এই পরিস্থিতিতে তেলের উপর কোনো ধরনের নির্ভরতা ছাড়াই বাজেট প্রণয়ন করেছি এবং কেউ এটা চিন্তাও করতে পারেনি যে তেলের উপর নির্ভরতা ছাড়াই ইরান তার বাজেট প্রণয়ন করতে পারে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর