২২ জুন, ২০২১ ২১:১৬

উইঘুর ইস্যুতে চীনকে নিন্দা জানাতে অস্বীকৃতি ইমরানের

অনলাইন ডেস্ক

উইঘুর ইস্যুতে চীনকে নিন্দা জানাতে অস্বীকৃতি ইমরানের

ফাইল ছবি

চীনে উইঘুর মুসলিমদের নির্যাতনের বিরুদ্ধে বহু দেশই সরব। তবে সেখানে মুসলমানদের ওপর নিপীড়নের জন্য চীনকে নিন্দা জানাতে নারাজ পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান এ বিষয়ে অস্বীকৃতি জানিয়েছেন। এর কারণ হিসেবে তার দাবি, পাকিস্তানের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতে অন্যতম সেরা বন্ধু ছিল চীন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ধারণা করা হয় সাম্প্রতিক বছরগুলোতে শিনজিয়াংয়ের বন্দিশিবিরগুলিতে প্রায় ২০ লাখ উইঘুর ও সংখ্যালঘু অন্যান্য মুসলিম গোষ্ঠীর মানুষদের আটকে রেখেছে চীন। অনেক সাবেক বন্দি অভিযোগ করেছেন, তাদের ধর্মীয় মতাদর্শ পরিবর্তনে চাপপ্রয়োগ, শারীরিক নির্যাতন এমনকি বন্ধ্যাকরণের ঘটনা ঘটেছে বন্দিশিবিরগুলোতে। 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ শিনজিয়াংয়ে চীনের কর্মকাণ্ডকে গণহত্যা বলে আখ্যা দিয়েছে। সেখানে উল্টোপথে হাঁটছে পাকিস্তান। কেননা চীনের দীর্ঘদিনের বন্ধু ও বাণিজ্য অংশীদার হচ্ছে পাকিস্তান। বিশেষ করে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে অনেক বেশি সুবিধা পেয়েছে পাকিস্তান।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর