এবার মার্কিন মাসিক ফ্যাশন এবং লাইফস্টাইল ম্যাগাজিন ভোগ-এর প্রচ্ছদে উঠছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেন। মঙ্গলবারই জানানো হয় এই খবর। ভোগের প্রচ্ছদ উঠে আসবে তার জীবনের অনেক অজানা অধ্যায়।
ভোগ-এর প্রচ্ছদে দেখা যায়, হোয়াইট হাউস-এর এক ব্যালকনিতে দাঁড়িয়ে আছেন ফার্স্ট লেডি। নেভি ব্লু রঙের ফ্লোরাল প্রিন্টের দামি পোশাকে সজ্জিতা তিনি। পত্রিকায় তাকে নিয়ে একটি ফিচার স্টোরি ছাপা হয়েছে।
জিল এবারই প্রথম কোনও মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী, যিনি নিজে রোজগার করেন। শিক্ষকতা তার পেশা। পত্রিকায় বিহ্বল কণ্ঠে তিনি তার জীবনের নানা অভিজ্ঞতার কথা জানিয়েছেন। বলেছেন তার নিজস্ব পৃথিবীর কথাও।
সূত্র : এই সময়।
বিডি-প্রতিদিন/শফিক