ভারতের কেন্দ্র শাসিত জম্মুর আকাশে দেখা মিলছে ড্রোনের। গতকাল শুক্রবারও সেখানে ড্রোন উড়ার খবর জানায় ভারতীয় গণমাধ্যম। এই ঘটনার কয়েকদিন আগে জম্মুর বিমান বাহিনীর স্টেশনে পরপর দু’টি বিস্ফোরণ ড্রোনের সাহায্যে ঘটানো হয়।
এ ঘটনায় এবার নাম না করে পাকিস্তানকে প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিলেন জেনারেল বিপিন রাওয়াত। তিনি বলেন, গ্রে জোন এলাকায় জম্মুর ২৭ জুুনের ড্রোন হামলার মতো আক্রমণ হলে ভারতের নিজের পছন্দসই স্থান ও সময়ে জবাব দেওয়ার অধিকার থাকা উচিত।
এক সেমিনারে ভারতের এই চিফ অব ডিফেন্স স্টাফ আরও বলেন, এইসব কিছুর জন্য তৈরি থাকতে হবে, আবার একইসঙ্গে কড়া বার্তা দিতে হবে যে, গ্রে জোন বা হাইব্রিড ডোমেনে এরকম কিছু আমাদের সম্পদের ক্ষতি বা জাতীয় নিরাপত্তা বিপন্ন করলে আমাদেরও অধিকার আছে আমরা যেভাবে চাই, সেভাবে এবং আমাদের পছন্দমতো সময়, স্থানে প্রতিক্রিয়া জানানোর।
বিডি-প্রতিদিন/শফিক