চীন আরও পারমাণবিক শক্তি বৃদ্ধি করছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম। বলা হচ্ছে, দেশটি এতটাই শক্তি বাড়িয়েছে যে বিশ্বের দরবারে এখন আমেরিকার সঙ্গে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে তারা। খবর সিএনএন ও দ্য ওয়াশিংটন পোস্টের।
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংস্থা এমনটাই দাবি করেছে। তাদের উপগ্রহ চিত্রে দেখেছে যে, চীনের উত্তর-পশ্চিমের ইয়ুমেন শহরের কাছের মরুভূমিতে ক্ষেপণাস্ত্র মজুত করার ১২০টি নতুন গোডাউন (সাইলো) তৈরি হয়েছে।
মনে করা হচ্ছে, প্রায় ২৫০ থেকে ৩৫০টি পারমাণবিক অস্ত্র রয়েছে চীনের কাছে। আমেরিকার কাছে বর্তমানে তার ২০ ভাগের এক ভাগ রয়েছে। ১২০টি সাইলোতে আলাদা করে নতুন কত সংখ্যক নিউক্লিয়ার মিসাইল আছে তা জানা নেই মার্কিন সংস্থাটির।
এমনও হতে পারে স্রেফ বহির্বিশ্বকে বোকা বানাতেই নতুন ১২০টি সাইলো নির্মাণ। ধারণা করা হচ্ছে, সব মিলিয়ে চীনের অস্ত্রভাণ্ডারে পারমাণবিক শক্তির প্রাচুর্য বাড়া নিয়ে চাপে আমেরিকা। সূত্র : আজকাল।
বিডি-প্রতিদিন/শফিক