সামনে মাসেই স্বাধীনতার ৩০ বছর উদযাপন করতে চলেছে ইউক্রেন। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ইউক্রেনের নারী সেনাদের কিছু ছবি ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে, ইউক্রেনের কিছু নারী সেনা হিল পায়ে কুচকাওয়াজের ট্রেনিং করছেন।
এদিকে, ছবিগুলো সামনে আসার পর থেকেই সেগুলো নিয়ে প্রবল সমালোচিত ইউক্রেন সরকার। দেমসটির মন্ত্রণালয়ের ওয়েবসাইটে লেখা হয়েছে, প্রথমবার হিল জুতায় প্রশিক্ষণ হচ্ছে। সামরিক বাহিনীতে যে জুতো পরে থাকা হয়, সেই জুতোর তুলনায় এগুলো কিছুটা শক্ত। ছবি শেয়ারের পরেই ইউক্রেনে শোরগোল পড়ে যায়।
ইউক্রেনের প্রাক্তন প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোর ঘনিষ্ঠ বেশ কয়েকজন নেতা এ ব্যাপারে সংসদে ক্ষোভ প্রকাশ করেন। উল্লেখ্য, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে ইউক্রেন আলাদা দেশে পরিণত হয়। তাদের নিজস্ব সেনাবাহিনী রয়েছে। এই সেনাবাহিনীতে ৩১ হাজার নারী সদস্য রয়েছে।
সূত্র : এই সময়।
বিডি-প্রতিদিন/শফিক