সোমালিয়ায় সন্ত্রাসী গ্রুপের এক ভয়াবহ আত্মঘাতী হামলায় ১০ জন প্রাণহানি হয়েছে। একইসঙ্গে আরো অনেকে আহত হয়েছেন। দেশটির রাজধানী মোগাদিসুতে একটি জনাকীর্ণ চায়ের দোকানে এ হামলার ঘটনা ঘটে। খবর এএফপি’র।
জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যার দিকে আত্মঘাতী এক বোমা হামলাকারী শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। আল-কায়েদা সংশ্লিষ্ট এক সন্ত্রাসী সংগঠন হামলার পরপর বিবৃতি দিয়ে এ হামলার দায় স্বীকার করেছে।
সোমালি গোয়েন্দা সংস্থার সদরদপ্তর থেকে মাত্র কয়েকশ’ মিটার দূরে এ হামলা চালানো হয়। বিস্ফোরণের সময় ক্যাফেটি একেবারে জনাকীর্ণ ছিল। সোমালি নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রায়শই এ ক্যাফেতে খেতে আসেন।
বিডি-প্রতিদিন/শফিক