সামরিক শক্তিতে আরও ভয়ঙ্কর হয়ে উঠছে চীন। দেশটির পারমাণবিক অস্ত্রসম্ভার ও এর বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেন, চীনের পারমাণবিক অস্ত্রসম্ভার কল্পনাতীত গতিতে বাড়বে। বেইজিং এরই মধ্যে ১০০টি পারমাণবিক সংরক্ষণাগার তৈরি করেছে। তাদের এ উদ্যোগ সত্যিই উদ্বেগের।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্টে চীনের একটি পারমাণবিক সংরক্ষণাগারের প্রতিবেদন প্রকাশ করা হয়। তাতে ১০০টি অস্ত্রসম্ভার চিহ্নিত করা হয়।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, চীন দেশটির পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি মরুভূমিতে প্রায় শতাধিক নতুন ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার তৈরি করছে।
ক্যালিফোর্নিয়ায় জেমস মার্টিন সেন্টার ফর নন-প্রলাইফেশন স্টাডিজের প্রাপ্ত স্যাটেলাইট ইমেজে দেখা গেছে, চীনের গানসু প্রদেশের শত শত বর্গ মাইলজুড়ে বিভিন্ন স্থানে পারমাণবিক অস্ত্রসম্ভারের কাজ চলছে।
আমেরিকার সংস্থাটির ধারণা, চীনের কাছে প্রায় ২৫০ থেকে ৩৫০টি পারমাণবিক অস্ত্র রয়েছে। তবে ১২০টি সংরক্ষণাগার আলাদা করে নতুন কতসংখ্যক নিউক্লিয়ার মিসাইল আছে তা জানা নেই মার্কিন সংস্থাটির। যদি চীন সত্যিই ১০০টির বেশি পারমাণবিক অস্ত্র সংরক্ষণাগার তৈরি করে ফেলে তাহলে সেটি ঐতিহাসিক ঘটনা হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ