যুক্তরাষ্ট্রে চাকরির বাজারে ঐতিহাসিক উন্নতি হয়েছে। গত এক মাসে দেশটিতে সাড়ে ৮ লাখ নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে। তবে এতে অবশ্য দেশটির বেকারত্বের হারে খুব বেশি প্রভাব পড়েনি।
দেশটির শ্রম মন্ত্রণালয়ে তথ্যানুযায়ী জুন মাসে বেকারত্বের হার দাঁড়িয়েছে ৫ দশমিক ৯ শতাংশে। বিভিন্ন খাতে এখনো ৯৩ লাখেরও বেশি শূন্যপদ রয়েছে।
এনডিটিভি এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই কর্মসংস্থান তৈরি হয়েছে দেশটির পানশালা, রেস্তোরাঁ, খুচরা ও শিক্ষা খাতে। নতুন কর্মীদের আগ্রহী করতে ম্যাকডোনাল্ডস ও চিপটলের মতো কোম্পানিগুলো তাদের ন্যূনতম মজুরি বাড়িয়েছে। জুনে প্রতি ঘণ্টায় গড় উপার্জন শূন্য দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
বিশ্লেষকেরাও বলছেন, কর্মসংস্থান পরিসংখ্যান নির্দেশ করছে- মার্কিন অর্থনীতির পুনরুদ্ধার ভালো হচ্ছে। সূত্র: এনডিটিভি/রিপাবলিক ওয়ার্ল্ড
বিডি প্রতিদিন/আবু জাফর