সুয়েজ খালে আটকে পড়া জাহাজ এভারগিভেন অবশেষে মিসর থেকে ছাড়া পাচ্ছে। প্রায় তিন মাস ধরে জাহাজের মালিক-পক্ষের সাথে সমঝোতা শেষে খাল কর্তৃপক্ষ গতকাল রবিবার এ ঘোষণা দেয়।
উল্লেখ্য, গত ২৯ মার্চ খারাপ আবহাওয়ার জেরে সুয়েজ খালের সরু পথে আটকে যায় এভারগ্রিন ফ্লিটের জাহাজ এভারগিভেন। খালের দু’পাশে তৈরি হয় কয়েকশ’ নৌযানের জট। প্রায় ছয় দিন অভিযানের পর সরানো সম্ভব হয় বিশালাকার যানটি।
তবে ক্ষতিপূরণ নিয়ে খাল কর্তৃপক্ষের সাথে জাহাজ মালিকের বিরোধের জেরে মিসরেই আটকে রাখা হয় এটি। এপ্রিলে জাহাজ কোম্পানিকে ৯১৬ মিলিয়ন ডলার জরিমানা করে সুয়েজ ক্যানেল অথরিটি-এসসিএ। কার্গোতে থাকা মালামালের আর্থিক মূল্য বিবেচনায়, পরে কি পরিমাণ অর্থের বিনিময়ে সমঝোতা হলো তা জানা যায়নি।
বিডি প্রতিদিন / অন্তরা কবির