প্রায় নিশ্চিত যে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে কাস্পিয়ান সাগরে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আজারবাইজানের রাষ্ট্রীয় তেল সংস্থা সোকার।
সংস্থাটি বলছে, কাস্পিয়ান সাগরের জনমানবহীন একটি দ্বীপে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ঘটনা ঘটেছে বলে তাদের প্রতিষ্ঠানের কয়েকজন কর্মী জানিয়েছেন। এ বিষয়ে নিশ্চিত হতে তদন্ত চলছে।
প্রতিষ্ঠানটির মুখপাত্র ইব্রাহিম আহমাদভ এ খবর নিশ্চিত করে আরও জানান, আজ সোমবার সকাল পর্যন্ত ঐ এলাকায় আগুন জ্বলতে দেখা যায়। তবে কাস্পিয়ান সাগরে রবিবারের বিস্ফোরণের ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, প্রথমে ধারণা করা হচ্ছিল— হয়তো গ্যাস অথবা তেলের খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কিন্তু তেল ও গ্যাসের খনি সুরক্ষিত আছে— এটি নিশ্চিত হওয়ার পর বিশেষজ্ঞরা ধারণা করতে থাকেন, সম্ভবত একটি মাড ভলক্যানো অর্থাৎ ছোট আগ্নেয়গিরি জেগে উঠেছে। পরে আজারবাইজানের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, খনিতে কোনো বিস্ফোরণ হয়নি।
সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক