বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতীম সম্পর্ক আরো শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছেন ইরানের নির্বাচিত-প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। ইরান ও সিরিয়ার এই দুই নেতা সোমবার সন্ধ্যায় এক টেলিফোনালাপে এই আগ্রহ প্রকাশ করেন।
জানা গেছে, আলাপে রায়িসি ও আসাদ দু’দেশের মধ্যকার সহযোগিতা আরো শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেন। এর আগে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ইরানে গত ১৮ জুন অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ায় রায়িসি’কে অভিনন্দন জানানোর জন্য তাকে টেলিফোন করেন।
উল্লেখ্য, সিরিয়ার সঙ্গে কয়েক দশক ধরে ইরানের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদে সন্ত্রাসবাদ চাপিয়ে দেয়া হলে উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয়ী হতে দামেস্ককে সাহায্য করে তেহরান। সূত্র : পার্সটুডে।
বিডি-প্রতিদিন/শফিক