ফোর্থ জুলাই তথা যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের লম্বা ছুটির সময়ে (শুক্রবার দিবাগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত) অর্থাৎ৭২ ঘণ্টায় শিকাগো, নিউইয়র্ক, টেক্সাসসহ ছোট-বড়-মাঝারি সিটিসমূহে ৪০০টি বন্দুক হামলায় ১৫০ জনের মৃত্যু হয়েছে।
পুলিশ বাহিনীর উদ্ধৃতি দিয়ে শীর্ষস্থানীয় গণমাধ্যম সিএনএন উদ্বেগজনক তথ্যটি প্রকাশ করেছে। একমাত্র শিকাগোতেই দুই পুলিশ অফিসার ও এক শিশুসহ ১০ জনের মৃত্যু এবং গুলিবিদ্ধ হয়েছে আরো ৮৩ জন।
বন্দুক সহিংসতা নিয়ে হোয়াইট হাউজ এবং কংগ্রেস সরব থাকার মধ্যেই স্বাধীনতা দিবসের উইকেন্ডে গোলাগুলির ঘটনা চরমে উঠলো।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন
আইন শৃঙ্খলা রক্ষাকারি কর্তৃপক্ষ এবং বন্দুক সহিংসতার তথ্য সংরক্ষণকারি আর্কাইভ’র তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত এ বছরের ৬ মাস ৫দিনে বন্দুক সহিংসতায় যুক্তরাষ্ট্রে মারা গেছে মোট ২২৫৩৬ জন। এরমধ্যে খুন হয়েছে ১০২৬০ জন। অপর ১২২৭৬ জন বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছেন।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন