প্রথমবারের মতো ইসরায়েলে অবতরণ করল মরক্কোর একটি সামরিক বিমান। মরক্কো বিমান বাহিনীর একটি সি-১৩০ কার্গো বিমান যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে গত রবিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় হাতজোর বিমান ঘাঁটিতে অবতরণ করে। খবর আরব নিউজের।
ইসরায়েলের রাষ্ট্রীয় গণমাধ্যম কানটিভি-১১ জানিয়েছে, মরক্কোর একটি সামরিক বিমান রবিবার হাতজোর বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। এছাড়া আর কোনও তথ্য জানানো হয়নি।
উত্তর আফ্রিকার মুসলিম দেশ মরক্কো গত ডিসেম্বরে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। অল্প কিছু দিনের ব্যবধানে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদানের পর চতুর্থ দেশ হিসেবে এই ন্যক্কারজনক পদক্ষেপ নেয় মরক্কো।
মিশর ও সিরিয়ার নেতৃত্বে ১৯৭৩ সালে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিল মরক্কো। অবশ্য পরবর্তীতে মিশর তেলআবিবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।
যদিও সিরিয়া এখনও ইসরায়েলকে ফিলিস্তিন দখলদার অবৈধ রাষ্ট্র মনে করে এবং তেল আবিবের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখেছে।
বিডি প্রতিদিন/কালাম