সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে জেলে পাঠানোকে কেন্দ্র করে দক্ষিণ আফ্রিকায় ছড়িয়ে পড়েছে সহিংসতা ও লুটপাট। সোয়েটেতে একটি মার্কেটের লুট হওয়া দোকনপাটের সামনে গতকাল দক্ষিণ আফ্রিকার সেনাসদস্যদের টহল দিতে দেখা যায়।
এদিকে, চলমান এই সহিংসতায় ইতিমধ্যে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। এর মধ্যে স্থানীয় সময় সোমবার (১২ জুলাই) রাতে সোয়েটোতে একটি শপিং সেন্টারে লুটপাটের সময়ে ১০ জন নিহত হন।
বিবিসির প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, দোকানগুলোতে লুটপাট ও অগ্নিকাণ্ডের সময় ডারবানের একটি বিল্ডিং থেকে একটি শিশুকে নিচে ছুঁড়ে ফেলা হয়েছে।
গত সপ্তাহে শুরু হওয়া এ সহিংসতা নিয়ন্ত্রণে এখন পুলিশকে সহায়তা করার জন্য সেনা মোতায়েন করা হয়েছে।
এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকা পুলিশ জানিয়েছে, সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগে তারা ১২ জনকে চিহ্নিত করেছে। এছাড়া এখন পর্যন্ত এক হাজার ২৩৪ জনকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ