বেইজিং ইউরোপীয় ইউনিয়ন এবং চীনে নিযুক্ত ইইউয়ে'র সদস্য রাষ্ট্রগুলোর কূটনীতিকদেরও একাধিকবার জিনজিয়াং সফরের আমন্ত্রণ জানিয়েছে। কিন্তু আমন্ত্রণ অগ্রাহ্য করে ইইউয়ের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি সংস্থা ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস (ইইএএস) বলেছে, 'আমরা জিনজিয়াংয়ের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে দৃঢ় অবস্থান নিয়েছি।'
এদিকে, চীনা মিশন সতর্ক করে এক বিবৃতিতে বলেছে, ইইউয়ের পক্ষ থেকে নির্ধারিত পূর্বশর্তের কারণে এই সফর বাস্তবায়িত হয়নি, যা কোনো সার্বভৌম রাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নয়। চীনের অভ্যন্তরীণ বিষয়ে যেকোনো হস্তক্ষেপ একটি শক্তিশালী এবং দৃঢ় প্রতিক্রিয়ার সঙ্গে মোকাবিলা করা হবে।
উল্লেখ্য, জিনজিয়াং কমিউনিস্ট চীনের একটি প্রদেশ যেখানে ২০১৬ সাল থেকে আনুমানিক ২০ লাখ উইঘুর এবং অন্যান্য মুসলিম সংখ্যালঘুদের আটক করা হয়েছে। তাদের শিক্ষার নামে ধর্মীয় মূল্যবোদ ভুলিয়ে দিতে জিনজিয়াং জুড়ে ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে বলে জোরালো অভিযোগ আছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির