বিশেষজ্ঞরা বলেছেন, পাকিস্তানে পানি সংকটে দুর্ভিক্ষের সম্ভাবনা রয়েছে। যদি নতুন জলাধার তৈরি না করা হয় এবং অপচয় বন্ধ না করা হয়, তাহলে পাকিস্তানে দুর্ভিক্ষ হবে। কারণ এ বছর তেমন বৃষ্টিপাত না হওয়ায় নদী-খাল শুকিয়ে খরা দেখা দিয়েছে। আর ভারতও দেশটিতে পানির প্রবাহ বন্ধ করে দিচ্ছে।
দেশে মাথাপিছু পানির উপলব্ধতা বার্ষিক ১,১০০ মিলিয়ন ঘনমিটার- যা বিপজ্জনকভাবে কম। অন্যদিকে, পাঞ্জাবে ভূগর্ভস্থ পানি টানতে ৬০০ ফুট গভীরতায় যেতে হবে। অতীতে ৫০ ফুটের মধ্যেই পানি পাওয়া যেত। ক্রমবর্ধমান জনসংখ্যা, জলক্ষয় এবং জলবায়ু পরিবর্তনের কারণে কর্তৃপক্ষকে তাৎক্ষণিক সতর্কতা অবলম্বন করতে হবে, অন্যথায় দুর্ভিক্ষ অনিবার্য।
এছাড়াও পাকিস্তান ইঞ্জিনিয়ারিং কংগ্রেসের সভাপতি আমজাদ সঈদ বলেছেন, 'আসন্ন দিনগুলিতে পানির সমস্যা বাড়তে পারে।' সূত্র: জিও নিউজ
বিডি প্রতিদিন / অন্তরা কবির