জিনজিয়াংয়ের রাজধানী উরুমকিতে ২০০৯ সালের ৫ জুলাই সহিংস দাঙ্গা-হাঙ্গামা শুরু হয়। দাঙ্গায় মোট ১৯৭ জন মারা যায় এবং ১,৭২১ জন আহত হন। উরুমকি গণহত্যার ১২তম বার্ষিকী উপলক্ষে লন্ডনে উইঘুর ও তিব্বতী সম্প্রদায়ের সদস্যরা চীনা দূতাবাসের বাইরে শান্তিপূর্ণ বিক্ষোভ করেছেন।
দাঙ্গার ১২তম বার্ষিকী উপলক্ষে বিশ্বের বেশ কয়েকটি শহরে বিক্ষোভের আয়োজন করা হয়। এছাড়াও উইঘুর সম্প্রদায়ের সদস্যরা জাপানের টোকিওতে একটি প্রতিবাদ মিছিল করেছে।
প্রসঙ্গত, উরুমকিতে দুই উইঘুর হত্যার প্রতিবাদে হাজার হাজার মানুষ বিক্ষোভ শুরু করলে চীনা সরকার তাদের ওপর হামলা চালায়। উইঘুর পরিচালিত মসজিদগুলো সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। বিক্ষোভে অংশ নেওয়ায় ৪০০ জনেরও বেশি ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়। তাদের নয় জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় ওই বছরের নভেম্বর মাসেই। ২০১০ সালের ফেব্রুয়ারির মধ্যে কমপক্ষে ২৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
প্রত্যক্ষদর্শীদের সাক্ষাত্কারের ওপর ভিত্তি করে বেসরকারি সংস্থার প্রতিবেদন ইঙ্গিত দেয়, বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনী ইচ্ছাকৃতভাবে তাজা গোলাবারুদ ব্যবহার করেছিল।
বিডি প্রতিদিন / অন্তরা কবির