২৭ জুলাই, ২০২১ ১৮:৫৭

আফগানিস্তানে আতঙ্ক, ভারত সফর পিছিয়ে দিলেন সেদেশের সেনাপ্রধান

অনলাইন ডেস্ক

আফগানিস্তানে আতঙ্ক, ভারত সফর পিছিয়ে দিলেন সেদেশের সেনাপ্রধান

আফগান সেনাপ্রধান (বামে)

আফগানিস্তানে তালেবানের আগ্রাসনে দেশটির পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। একের পর এক জেলা দখলে নিচ্ছে তালেবান সন্ত্রাসীরা। আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রতিদিনই সংঘর্ষে জড়াচ্ছে তালেবান। এই আতঙ্কের পরিবেশ তৈরি হওয়ায় ভারত সফর পিছিয়ে দিলেন সেদেশের সেনাপ্রধান।

জানা গেছে, ভারত সফরে এ সপ্তাহে আসার কথা থাকলেও শেষপর্যন্ত আসছেন না আফগানিস্তানের সেনা প্রধান ওয়ালি মুহাম্মদ আহমেদজাই। ভারতে অবস্থিত আফগান দূতাবাসের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। 

এদিকে, চলতি বছরের শেষ নাগাদ ইরাকে ‘যুদ্ধের দায়িত্ব সমাপ্ত’ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল সোমবার ওয়াশিংটন সফররত ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাজেমির সঙ্গে সাক্ষাতে হোয়াইট হাউসে তিনি এ ঘোষণা দিয়েছেন। সূত্র : নিউজ এইটটিন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর