৩১ জুলাই, ২০২১ ১২:৩৩

আফগানিস্তানে বন্যায় 'ঘুমন্ত অবস্থায়' ১৫০ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

আফগানিস্তানে বন্যায় 'ঘুমন্ত অবস্থায়' ১৫০ জনের মৃত্যু

ছবি: আল-জাজিরা

আফগানিস্তানের পূর্বাঞ্চলে নুরিস্তান প্রদেশের এক গ্রামে গত বুধবার (২৮ জুলাই) গভীর রাতে ভারি বৃষ্টির পর আকস্মিক বন্যায় ঘুমন্ত অবস্থায় অন্তত ১৫০ জনের মৃত্যু হয়েছে। নুরিস্তানে কর্মরত এক প্রকৌশলী আশঙ্কা প্রকাশ করেছেন, মৃতের সংখ্যা ২০০ ছাড়াতে পারে।

তালেবান নিয়ন্ত্রিত দুর্গম এ গ্রামের অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে; অনেকে কাদা ও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন। তালেবান কর্মকর্তারা জানিয়েছে, তারা বন্যাক্রান্ত এলাকায় নিজস্ব উদ্ধারকারী দল পাঠিয়েছে। 

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বন্যার সময় নুরিস্তান প্রদেশের ঐ গ্রামটির বেশির ভাগ বাসিন্দাই ঘুমিয়ে ছিলেন। যে কারণে তারা সামান্য প্রস্তুতিও নিতে পারেননি। স্থানীয়রা নুরিস্তানের কামদেশ থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত ৮০টি মৃতদেহ উদ্ধার করতে পেরেছেন। নিখোঁজ এখনো শতাধিক। সেখানে উদ্ধারকারী দল পাঠানো নিয়ে তালেবানদের সঙ্গে আফগান সরকারের আলোচনা চলছে।

ক্ষতিগ্রস্তদের ৬২ হাজার ডলারের সমপরিমাণ ত্রাণ দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছে তারা। আফগান সরকারি বাহিনীর সঙ্গে যুদ্ধ চালিয়ে যাওয়া এ গোষ্ঠীটির প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি আদৌ আছে কি না, থাকলেও তা কতটা কার্যকর সে সম্বন্ধে অবশ্য স্পষ্ট ধারণা নেই কারো।

 

বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর