কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলার ব্যাপারে সতর্ক করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং কয়েকটি মিত্র দেশ। ইতোমধ্যে সেখানে হামলার ঘটনা ঘটেছে। কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথে আত্মঘাতী বোমা হামলায় বেশ কয়েক জন মার্কিন সেনা আহত হয়েছেন। বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন এ তথ্য জানিয়েছে।
তিন মার্কিন কমকর্তা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েক জন মার্কিন সেনা রয়েছেন।
পেন্টাগনের মুখপাত্র জন কিরবি টুইটারে লিখেছেন, ‘আমরা নিশ্চিত করছি যে, অ্যাবি গেটে বিস্ফোরণটি একটি জটিল আক্রমণের ফলাফল ছিল যার ফলে অনেক মার্কিন ও বেসামরিক মানুষ হতাহত হয়েছে। আমরা আরও নিশ্চিত করছি, অ্যাবি গেটের অল্প দূরে অবস্থিত ব্যারন হোটেলের কাছে অন্তত আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ