আফগানিস্তানের নতুন সরকারে ও রাজনীতিতে নারীদের অন্তর্ভুক্তির আহ্বান জানিয়েছেন দেশটির নারী এবং সুশীল সমাজকর্মীরা। এই দাবিতে শুক্রবার দেশটির রাজধানী কাবুলে একটি সবাবেশ করেছেন তারা।
দেশটির টোলো নিউজের খবরে বলা হয়েছে, হেরাত এবং কাবুলে একই ধরনের আন্দোলনের মাত্র এক দিন পর এই সমাবেশ হলো। তালেবানরা নতুন সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছে, যা আজই ঘোষণা করা হবে। যেখানে তারা এখনো নারীদের নেতৃত্ব নিয়ে সিদ্ধান্ত নেয়নি। তালেবান বলেছে, নারীরা সরকারি প্রতিষ্ঠানে কাজ করতে পারে কিন্তু উচ্চপদে নয়।
কাবুল সমাবেশে নারীরা তালেবান ও আন্তর্জাতিক সম্প্রদায়কে গত দুই দশকের নারীর অর্জন সংরক্ষণ এবং তাদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অধিকারের প্রতি সম্মান জানাতে বলেন।
সবাবেশে সুশীল সমাজকর্মী তারান্নম সাদী বলেন, ‘নারীদের সক্রিয় ভূমিকা ছাড়া কোনো সমাজ উন্নতি করতে পারবে না। অতএব, ভবিষ্যৎ সরকার এবং তার মন্ত্রিসভায় নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বিবেচনা করা উচিত।
সূত্র : টোলো নিউজ
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ