২১ সেপ্টেম্বর, ২০২১ ০৮:০২
খবর ‘সানা’র

তুরস্ককে যে হুঁশিয়ারি দিল সিরিয়া

অনলাইন ডেস্ক

তুরস্ককে যে হুঁশিয়ারি দিল সিরিয়া

সিরিয়ায় তুর্কি সেনা

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশটির উত্তরাঞ্চলে তুরস্কের সামরিক বাহিনী যে অভিযান চালাচ্ছে তা সিরিয়ার স্বাধীনতা-সার্বভৌমত্বের চরম লংঘন এবং এর বিরুদ্ধে জবাব দেওয়ার অধিকার রাখে দামেস্ক।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি সিরিয়ার বিরুদ্ধে যে শত্রুতার নীতি অনুসরণ করে আসছে তার অংশ হিসেবে সোমবার সামরিক অভিযান চালিয়েছে। 

ওই কর্মকর্তা আরও বলেন, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ানের নেতৃত্বাধীন এই দলটি সিরিয়ায় তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে এক দশকেরও বেশি সময় আগে থেকে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আরও বলেন, যেহেতু জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিভিন্ন প্রস্তাবনা পাসের মাধ্যমের সিরিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডত্বের প্রতি সম্মান দেখানোর কথা বলা হয়েছে সে কারণে আঙ্কারা সরকারের এই শত্রুতামূলক নীতির বিরুদ্ধে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদকে সুস্পষ্ট অবস্থান গ্রহণ করতে হবে। সূত্র: সানা

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর