পাকিস্তানের পারমাণবিক বোমার জনক আবদুল কাদের খান আর নেই। রবিবার সকালে তিনি ইসলামাবাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। খবর ডনের।
রেডিও পাকিস্তানের খবর অনুযায়ী, তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে আজ ভোরে তার স্বাস্থ্যের অবনতি হয়। পিটিভি জানিয়েছে, ফুসফুসের সমস্যা নিয়ে হাসপাতালে স্থানান্তরিত হওয়ার পর পরমাণু বিজ্ঞানী মারা যান।
পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভী বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে আবদুল কাদের খানকে ১৯৮২ সাল থেকে চেনেন। পরমাণু ক্ষেত্রে তার অবদান জাতি কখনোই ভুলবে না।
১৯৩৬ সালে ভারতের ভুপালে জন্মগ্রহণ করেন ডক্টর আবদুল কাদের খান। ১৯৪৭ সালে দেশভাগের সময়ে তিনি ও তার পরিবারের সদস্যরা দেশ ত্যাগ করে পাকিস্তানে চলে যান।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ