২২ অক্টোবর, ২০২১ ১০:০৮

সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঠেকাতে ৬৫০ কিলোমিটার কাটাতার স্থাপন ইরাকের

অনলাইন ডেস্ক

সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঠেকাতে ৬৫০ কিলোমিটার কাটাতার স্থাপন ইরাকের

সিরিয়ার সঙ্গে সীমান্তে ৬৫০ কিলোমিটার কাটাতার স্থাপন করেছে ইরাক। এছাড়া ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে ওয়াচ টাওয়ারও নির্মাণ করা হয়েছে। দেশটিতে পার্শ্ববর্তী রাষ্ট্র সিরিয়া থেকে সন্ত্রাসী প্রবেশ থামাতে এমন ব্যবস্থা নেয়া হয়েছে।

ইরাকি সেনাবাহিনীর মুখপাত্র ইয়াহিয়া রসুল বলেন, সীমান্তে পরিখা খনন করা হয়েছে। ওয়াচটাওয়ার বসানো হয়েছে। থার্মাল ক্যামেরা বসানো হয়েছে এবং কাটাতার দিয়ে সুরক্ষিত করা হয়েছে। সিরিয়ার মধ্যে ইরাকের জন্য হুমকি হিসেবে চিহ্নিত সন্ত্রাসী বাহিনীগুলো সক্রিয়। 

তিনি আরও জানান, অন্য সকল সীমান্তই নিরাপদ করে তোলা হয়েছে তবে সিরিয়া সীমান্ত দিয়ে সন্ত্রাসী প্রবেশ করায় সেখানে বেশি নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর