২৫ অক্টোবর, ২০২১ ১৮:৫৬

ব্রিটেনে নারীদের ওপর সুই হামলা আশঙ্কাজনকহারে বাড়ছে

অনলাইন ডেস্ক

ব্রিটেনে নারীদের ওপর  সুই হামলা আশঙ্কাজনকহারে বাড়ছে

ফাইল ছবি

ঘর থেকে বেরিয়ে প্রতিনিয়ত নানা ধরনের হয়রানির শিকার হন নারীরা। অনেক সময় নারীদের উদ্দেশে অশ্লীল মন্তব্য ছুড়ে দেওয়া হয়। অনেকে ধর্ষণ, খুনের শিকার হন। ব্রিটেনে নারীরা নতুন ধরনের হয়রানির শিকার হচ্ছেন এবং তা আশঙ্কাজনকহারে বাড়ছে। নারীদের ওপর করা হচ্ছে সুই হামলা। তাদের শরীরে সুই ফুটিয়ে দেওয়া হচ্ছে। এতে অনেকে জ্ঞান হারিয়ে ফেলছেন, ঘটনার পর কী ঘটছে তা জানতেও পারছেন না। এসব ঘটনায় মামলাও হয়েছে। 

দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, নারীদের অনুমতি ছাড়াই, অজ্ঞাতে তাদের শরীরে সুই ফুটিয়ে দেওয়া হচ্ছে। নাইটক্লাব কিংবা পানশালায় এ ধরণের ঘটনা ঘটছে। 

মধ্য ইংল্যান্ডের নটিংহামের জারা ওবিন নামের ১৯ বছরের এক শিক্ষার্থী জানান, তার পায়ে সুঁই ফুটিয়ে দেওয়া হয়েছিল। তিনি এরপর কিছুই মনে করতে পারেননি। জিন্সের ওপর দিয়ে তার পায়ে সুঁই ফুটিয়ে দেওয়া হয়। তার বন্ধুরা তাকে অদ্ভুত আচরণ করতে দেখে বাসায় পৌঁছে দেয়। 

জারা বলেন, সুঁই ফোটানোর পরেই আমি চেতনা হারিয়ে ফেলি। আনন্দ করতে বেরিয়ে আমাদের সবাইকে অজানা ভয়ের মোকাবেলা করতে হয়েছে।

নটিংহ্যামশায়ার পুলিশ বলেছে, ২ অক্টোবরের পর ধারালো কোনো কিছু দিয়ে শরীরে খোঁচা দেওয়ার বিষয়ে তারা ১৫টি অভিযোগ পেয়েছেন। অভিযোগকারীর বেশিরভাগই নারী। এসব অভিযোগের ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। 

ব্রিটেনের গ্লাসগো, এক্সেটের, বার্মিংহামসহ বিভিন্ন অঞ্চলের কলেজ শিক্ষার্থীরা এসব ঘটনার শিকার হচ্ছেন বেশি।  

 

বিডি প্রতিদিন/ফারজানা

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর