জি-২০ শীর্ষ সম্মেলনে কঠিন হুঁশিয়ারি দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সন্ত্রাসী সংগঠনকে সমর্থন দেয়া থেকে যুক্তরাষ্ট্রকে বিরত থাকার আহ্বান জানিয়েছে তিনি বলেছেন, সন্ত্রাস প্রতিরোধের প্রয়োজনে তুরস্ক সীমান্ত অতিক্রম করে অভিযান চালাবে। খবর টিআরটি ওয়ার্ল্ড এর।
সোমবার ইতালির রোমে অনুষ্ঠিত ওই সম্মেলনে অংশগ্রহণ শেষে তুরস্কে ফেরার আগে এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন। এরদোয়ান বলেন, যদি আমরা ন্যাটোর মিত্র হই, মিত্রকে কখনোই জটিল পরিস্থিতে ফেলতে হয় না।
এর আগে, জি-২০ সম্মেলনের ফাঁকে রবিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে এক বৈঠকে অংশ নিয়েছিলেন তুর্কি প্রেসিডেন্ট। বৈঠকের বিষয়ে এরদোয়ান জানান, বৈঠকে তারা দুই দেশের মধ্যে 'অর্থনৈতিক বন্ধন' আরো জোরদার করা এবং আফগানিস্তান, সিরিয়া, লিবিয়া ও পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে পারস্পারিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।
বিডি-প্রতিদিন/শফিক